ঢাকা, বৃহস্পতিবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৫

ভোলায় গণপিটুনিতে ২ জন নিহত

ভোলা প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৯, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

ভোলার তজুমদ্দিন উপজেলায় গরু চুরির অভিযোগে গণপিটুনিতে দুইজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোর রাত সাড়ে তিনটার দিকে তজুমদ্দিনের সোনাপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করছেন তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ।

নিহতরা হলেন নয়ন (২৬) ও  আমির হোসেন (২৭)। এদের মধ্যে নয়নের বাড়ি তজুমদ্দিন বালিয়া কান্দি ও আমির হোসেনের বাড়ি বোরহানউদ্দিন উপজেলার খাসমহল এলাকায়। এরা দীর্ঘ দিন বিভিন্ন এলাকায় চুড়ি ও ডাকাতি করে আসছিলেন।

স্থানীয়রা জানান, বুধবার গভীর রাতে ভোলার তজুমদ্দিন উপজেলার সোনাপুর ৭নং ওয়ার্ডের ভূইয়া বাড়িতে গরু চুরি করতে গেলে আশপাশের লোকজন জড়ো হয়ে ওই দুই যুবককে ঘেরাও করে বেধড়ক পেটাতে থাকে। মারধরের একপর্যায়ে ঘটনাস্থলেই নয়ন ও আমির হোসেনের মৃত্যু হয়।

পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গণপিটুনিতে নিহত দুজনকে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে পোস্টমাডাম ও সুরতহালের পর লাশের কি হবে সে সিদ্ধান্ত নেয়া হবে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি