ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভোলায় ‘মার্চ ফর প্যালিস্টাইন’ কর্মসূচিতে লাখো মানুষের ঢল

ভোলা প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৭, ১৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি আগ্রাসন এবং গণহত্যার প্রতিবাদে ভোলায় ‘মার্চ ফর প্যালিস্টাইন’ কর্মসূচি পালন করা হয়েছে। এ কর্মসূচিতে রাজনৈতিক ও সামাজিক সংগঠন ও সর্বস্তরের লাখো মানুষ অংশ নেন।

বুধবার দুপুরে এ কর্মসূচির আয়োজন করে 'প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট ভোলা'।

ভোলা শহরের হাটখোলা জামে মসজিদ চত্বরের গণজমায়েত কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান খান তালুকদার। 

কর্মসূচিতে যোগ দিতে ভোলার সকল ইউনিয়ন পৌরসভা ও পাশের উপজেলাগুলো থেকে মিছিল নিয়ে  যোগ দেয় লাখো মানুষ। এ কর্মসূচি সফল করতে গত কয়দিন ধরে ভোলার বিভিন্ন মসজিদে, সকল ইউনিয়নে প্রচারনা চালিয়েছে ভোলার ২৫টি রাজনৈতিক, পেশাজীবী, সামাজিক সংগঠনের ঐক্যবদ্ধ সংগঠন প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট ভোলা।

তাদের ব্যাপক প্রস্তুতিতে শহরে জনস্রোত ছড়িয়ে পড়ে। হাটখোলা মসজিদ চত্বরে তৈরি করা হয় মঞ্চ। 

প্রতিবাদ কর্মসূচি থেকে বক্তারা ইসরাইলি বর্বরোচিত হামলার বিরুদ্ধে মুসলিম বিশ্বকে এক হওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি ইসরাইলি পণ্য বয়কটের ডাক দেওয়া হয়েছে। বিক্ষোভ মিছিল শেষ ফিলিস্তিনীরবাসির শান্তি কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। 

ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভোলা জেলা আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, বিএনপির ভোলা জেলা সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম, বাংলাদেশ জাতীয় পাটি (বিজেপি) ভোলা জেলা সভাপতি আমিরুল ইসলাম রতন, বিজেপির ভোলা সাধারণ সম্পাদক মোঃ মোতাছিম বিল্লাহ, বাংলাদেশ জামাতে ইসলামি ভোলা জেলা নায়েবে আমীর মাওলানা মোঃ নজরুল ইসলাম, বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম, ইসলামি আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর সভাপতি আলহাজ্ব মাওলানা মোঃ আতাউর রহমান মোমতাজী, ইত্তেহাদুল মাদারিসিল কাওমিয়্যাহ বাংলাদেশ ভোলা জেলা সেক্রেটারি আলহাজ্ব মাওলানা মোঃ বশির উদ্দিন, হেফাজতে ইসলাম বাংলাদেশ ভোলা জেলার সিনিয়র যুগ্ম সম্পাদক ও ভোলা সদর উপজেলা সভাপতি মাওলানা মোঃ মিজানুর রহমান আজাদী।

এছাড়া ইসলামি আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর সেক্রেটারি মাওলানা মোঃ তরিকুল ইসলাম তারেক,ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের সহ সভাপতি আলহাজ্ব মুফতি আহাম্মদ উল্লাহ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ভোলা জেলা সভাপতি মাওলানা মুফতি ইয়াছিন নবীপুরী,বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন ভোলা জেলা সভাপতি মাওলানা আহাম্মদ উল্লাহ আনছারী, বেফাকুল মাদারেসিল আরাবিয়া বাংলাদেশ ভোলা জেলা সভাপতি মাওলানা মোঃ মহিউদ্দিন, ইত্তেহাদুল মাদারিসিল কাওমিয়্যাহ বাংলাদেশ ভোলা জেলা প্রশিক্ষন সম্পাদক মাওলানা মোঃ শফি উদ্দিন, গনঅধিকার পরিষদ ভোলা জেলা মোঃ শহিদুজ্জামান, জাতীয় নাগরিক পাটি (এনসিপি) ভোলা জেলা সংগঠক ও বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া ভোলা জেলা সভাপতি তাদিক আহমাদ তাজিম।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি