ভোলা-চরফ্যাশন সড়কের বেহাল দশা
প্রকাশিত : ১২:৩৯, ৩১ আগস্ট ২০১৬ | আপডেট: ১২:৪০, ৩১ আগস্ট ২০১৬
রক্ষণাবেক্ষণের অভাবে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক সড়কের বেহাল দশা। বেশিরভাগ অংশেই এখন খানাখন্দ আর গর্ত। ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সাধারন মানুষের অভিযোগ, বারবার জানানো হলেও সড়ক সংস্কারে কোন উদ্যোগ নেয় না কর্তৃপক্ষ।
ভোলা সদর থেকে চরফ্যাশন পর্যন্ত আঞ্চলিক সড়কটি ৭ উপজেলার যাতায়াতের একমাত্র মাধ্যম। বর্তমানে এ সড়কের ডাওরি থেকে লালমোহন পর্যন্ত বড়বড় গর্ত মরণফাঁদে পরিণত হয়েছে। যানবাহন চালকরা বলছেন, এ সড়কে চলাচল করায় বিকল হয়ে যাচ্ছে যন্ত্রপাতি।
ক্ষতি পুষিয়ে নিতে যাত্রীদের কাছ থেকে ভাড়াও নেয়া হচ্ছে বেশি। এই সড়কে যাতায়াতে নানা ভোগান্তির কথা বললেন যাত্রীরা।
রাস্তার বেহাল দশার কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সমস্যার কথা স্বীকার করে সংশ্লিষ্টরা জানান, সড়কটি সংস্কারে প্রকল্প হাতে নেয়া হয়েছে। তবে বরাদ্দ না পাওয়ায় কাজ শুরু করা যাচ্ছে না।
দুর্ভোগ নিরসনে ভোলা-চরফ্যাশান সড়কটি মেরামতের কাজ দ্রুত শুরুর দাবি ভোলাবাসীর।
আরও পড়ুন