ঢাকা, বুধবার   ১৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভোল পাল্টালেন অরুণা বিশ্বাস, খালেদা জিয়া–তারেক রহমানকে নিয়ে পোস্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৫, ৯ জানুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

হঠাৎ ভোল পাল্টালেন ‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের অরুণা বিশ্বাস। এই অভিনেত্রী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শেখ হাসিনার পক্ষে অবস্থান নিয়েছিলেন। এখন তিনি খালেদা জিয়া-তারেক রহমানের ছবি শেয়ার করে পোস্ট দিয়েছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।

দীর্ঘ সাড়ে ৭ বছর পর লন্ডনে দেখা হলো মা–ছেলের। ছেলে তারেক রহমানকে কাছে পেয়েই জড়িয়ে ধরেন হুইলচেয়ারে থাকা খালেদা জিয়া।

সেই দৃশ্যের ছবি বুধবার রাত ১০টার দিকে পোস্ট দিয়েছেন অরুণা বিশ্বাস। ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ছবিটি পোস্ট করে অরুণা বিশ্বাস লিখেছেন, ‘মা আর সন্তান, এটাই পৃথিবীর সবচাইতে সুন্দর দৃশ্য।’ 

সঙ্গে আদরের ইমোজি জুড়ে দিয়েছেন তিনি।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। তার পোস্টে অনেকে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। অনেকে লিখেছেন, ‘পল্টিবাজ মহিলা’, ‘বাঁশ দেখলে সবাই ভয় পায়’, ‘সুযোগ খুঁজতেছে’ ‘ঠেলার নাম বাবাজি’, ‘ওরে বাটপার’, ‘এই দালালের আবার মতলব কী’, ‘চেষ্টা করতাছে পাপের নি মাফ লওয়া যায়’, ‘অরুণারে বিএনপির স্থায়ী কমিটির আজীবন সদস্য করা হোক’ ইত্যাদি।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে লড়াই চালানোর লক্ষ্যে তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত এবং সংসদ সদস্য ফেরদৌসের নেতৃত্বে ‘আলো আসবেই’ নামের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়, যাতে আওয়ামীপন্থী শিল্পী ও সাংবাদিকেরা যুক্ত ছিলেন। সেই গ্রুপের কয়েকটি স্ক্রিনশট ফাঁসের পর হতবাক সবাই!

‘আলো আসবেই’ নামে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের কয়েকটি স্ক্রিনশটে দেখা যায়, অভিনেত্রী অরুণা বিশ্বাস, তানভীন সুইটি, জ্যোতিকা জ্যোতি ও সোহানা সাবা সেখানে বেশ সক্রিয়। ছাত্রদের আন্দোলনের বিপক্ষে অবস্থান ছিল তাঁদের। তাঁরা মত দেন, যেভাবেই হোক, আন্দোলন থামাতে হবে। এর মধ্যে জ্যোতিকা জ্যোতির একটি তথ্যের জবাব দিতে গিয়ে অরুণা বিশ্বাস পরামর্শ দেন আন্দোলনকারীদের গায়ে ‘গরম জল’ ঢেলে দেওয়ার!

আন্দোলনের পক্ষে ফেসবুক পোস্ট দেওয়ায় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সমালোচনাও করা হয় সেখানে।

‘আলো আসবেই’ গ্রুপে ছিলেন—সোহানা সাবা, জ্যোতিকা জ্যোতি, অরুণা বিশ্বাস, ফেরদৌস ছাড়াও ছিলেন রিয়াজ আহমেদ, সুবর্ণা মুস্তাফা, আজিজুল হাকিম, স্বাগতা, বদরুল আনাম সৌদ, শমী কায়সার, তানভীন সুইটি, আশনা হাবীব ভাবনা, শামীমা তুষ্টি, জামশেদ শামীম, ঊর্মিলা শ্রাবন্তী কর, সাজু খাদেম, হৃদি হক, ফজলুর রহমান বাবু, দীপান্বিতা মার্টিন, সাইমন সাদিক, জায়েদ খান, লিয়াকত আলী লাকী, নূনা আফরোজ, রোকেয়া প্রাচী, রওনক হাসান, আহসানুল হক মিনু, গুলজার, এস এ হক অলীকসহ অনেকে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি