ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভ্যাট আইন সংশোধন করা হবে: অর্থমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৫, ১০ মে ২০১৭ | আপডেট: ১৭:১৮, ১০ মে ২০১৭

Ekushey Television Ltd.

আগামী জুলাই মাস থেকে কার্যকর হতে যাওয়া ভ্যাট আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সকালে জাতীয় রাজস্ব বোর্ডে এনবিআর মূসক অনলাইন প্রকল্পের ‘হেল্প ডেস্ক’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ভ্যাট নিয়ে সাধারণ মানুষের জানার পরিধিকে আরও বাড়াতে জাতীয় রাজস্ব বোর্ড এই কর্মসূচী গ্রহণ করেছে। এ সময় অর্থ মন্ত্রী আরও বলেন, ব্যবসায়ীদের জন্য ভ্যাট আইনে একটি স্বস্তিদায়ক হার নির্ধারণ করা হবে। আগামী বাজেটেই মূসক আইনে যা কিছু আছে, তা স্পষ্ট হবে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি