ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ভ্যান্ডারসের ঘূর্ণিতে কুপোকাত ভারত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫১, ৫ আগস্ট ২০২৪

শ্রীলঙ্কার লেগ স্পিনার জেফরি ভ্যান্ডারসের ঘূর্ণিতে অসহায় আত্মসমর্পণ করলো ভারতের ব্যাটিং লাইন-আপ। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভ্যান্ডারসের বোলিং নৈপুন্যে ভারতকে ৩২ রানে হারিয়েছে লঙ্কানরা। ৩৩ রানে ৬ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন লঙ্কান এ স্পিনার। 

এই জয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে শ্রীলঙ্কা। সিরিজের প্রথম ওয়ানডে টাই হয়েছিল।

কলম্বোর ভেন্যুতে ১৫০তম ওয়ানডে ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজের প্রথম ডেলিভারিতেই আউট হন শ্রীলঙ্কার ওপেনার পাথুম নিশাঙ্কা।

দ্বিতীয় উইকেটে ৭৪ রানের জুটিতে শ্রীলঙ্কাকে ভালো অবস্থায় নেন আরেক ওপেনার আবিস্কা ফার্নান্দো ও কুশল মেন্ডিস। কিন্তু দু’জনের কেউই বড় ইনিংস খেলতে পারেননি। ফার্নান্দো ৪০ ও মেন্ডিস ৩০ রানে আউট হন।

মিডল অর্ডার ব্যাটাররাও বড় ইনিংস খেলতে ব্যর্থ হলে ১৩৬ রানে ষষ্ঠ উইকেটের পতন হয় শ্রীলঙ্কার। সপ্তম উইকেটে ৭২ রানের জুটিতে শ্রীলঙ্কাকে লড়াকু সংগ্রহ এনে দেন দুনিথ ওয়েলালাগে ও কামিন্দু মেন্ডিস। ৫০ ওভারে ৯ উইকেটে ২৪০ রান পায় লঙ্কানরা।

১টি চার ও ২টি ছক্কায় ৩৫ বলে ৩৯ রানে আউট হন ওয়েলালাগে। ৪টি চারে ৪০ রানে থামেন কামিন্দু। ভারতের ওয়াশিংটন সুন্দর ৩০ রানে ৩ উইকেট নেন।

২৪১ রানের জবাবে এ ম্যাচেও ভারতকে দারুন সূচনা এনে দেন অধিনায়ক রোহিত শর্মা ও শুভমান গিল। ৮১ বলে ৯৭ রান যোগ করেন দু’জনে। ৫টি চার ও ৪টি ছক্কায় ৪৪ বলে ৬৪ রান করা রোহিতকে শিকার করে শ্রীলঙ্কাকে প্রথম সাফল্য এনে দেন ভ্যান্ডারসে।

এরপর দলীয় ১১৬ রানে গিলকে ৩৫ রানে থামিয়ে ভারতকে চাপে ফেলার পথ তৈরি করেন ভ্যান্ডারসে। এরপর ভারতের মেরুদণ্ড ভেঙে দেন তিনি। বিরাট কোহলিকে ১৪, শিবম দুবেকে শূন্য, শ্রেয়াস আইয়ারকে ৭ ও লোকেশ রাহুলকে শূন্যতে সাজঘরে ফেরত পাঠান ভ্যান্ডারসে। এতে ১৪৭ রানে ষষ্ঠ উইকেট হারায় ভারত।

পরের দিকে অক্ষর প্যাটেলের ৪৪ বলে ৪৪ রান ও সুন্দরের ১৫ রানের লড়াকু ইনিংসেও হার এড়াতে পারেনি ভারত। ৪২ দশমিক ২ ওভারে ২০৮ রানে অলআউট হয় টিম ইন্ডিয়া। 

ভ্যান্ডারসে ১০ ওভারে ৩৩ রানে ৬ উইকেট নেন। ২৩ ম্যাচের ওয়ানডেতে প্রথমবারের মত ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন তিনি।

আগামী ৭ আগস্ট একই ভেন্যুতে সিরিজের তৃতীয় ম্যাচ খেলতে নামবে ভারত ও শ্রীলঙ্কা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি