
স্প্যানিশ ফুটবল লিগ লা লিগায় এবার ভ্যালেন্সিয়ার সাথে ২-১ গোলে হেরেছে বার্সেলোনা।
চলতি মৌসুমে এ নিয়ে টানা তিন ম্যাচে হারল লুইস এনরিখের শিষ্যরা। বার্সার মাঠ ন্যু ক্যাম্পে ২৬ মিনিটে ইভান রাকিটিচের আতœঘাতী গোলে লিড পায় ভ্যালেন্সিয়া। এরপর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গোলে করে স্বাগতিকদের স্তব্ধ করে দেন স্প্যানিশ স্ট্রাইকার সান্তিয়াগো লরেঞ্জে। ২-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় কাতালানরা। ৬৩ মিনিটে পাঁচ ম্যাচের গোলখরা কাটিয়ে মাইলফলক ছোয়া গোলটি করেন মেসি। বার্সার জার্সি গায়ে ৪৫০তম আর ক্লাব ও জাতীয় দলের হয়ে পাঁচশতম গোল করেন এই আর্জেন্টাইন আইকন।