ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

ভয়ঙ্কর এই প্রাণীটি ঘুরে বেড়ায় আপনার বাড়িতেই!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৬, ২১ অক্টোবর ২০২২ | আপডেট: ১৫:২৯, ২১ অক্টোবর ২০২২

ভয়ানক এই ছবিটি তুলেছেন লিথুয়ানিয়ার বন্যপ্রাণী চিত্র সাংবাদিক ইউজেনিউস কাভালিয়াউসকাস।

ভয়ানক এই ছবিটি তুলেছেন লিথুয়ানিয়ার বন্যপ্রাণী চিত্র সাংবাদিক ইউজেনিউস কাভালিয়াউসকাস।

লাল টকটকে চোখ, তার ঠিক ওপর দিয়েই শুঁড় বেরিয়েছে। মুখটা ততটাই কদাকার, যা ভয় পাওয়ার জন্য যথেষ্ট। হলিউডের যে সব ভয়ানক জীবজন্তুকে নিয়ে সিনেমা হয়, একটু ভালো করে লক্ষ্য করলেই মনে হবে- কোথাও যেন এই মুখের সঙ্গে সেই ভয়ানক জীবজন্তুগুলোর মুখের মিল রয়েছে।

সম্প্রতি এই ছবিটিই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিটি তুলেছেন বন্যপ্রাণী চিত্র সাংবাদিক ইউজেনিউস কাভালিয়াউসকাস। আর এই ছবিতেই পুরস্কার জিতে নিয়েছেন তিনি। 

ছবিতে ভয়ানক যে মুখটা দেখা যাচ্ছে, তা কিন্তু আমাদের ঘরে এবং আশপাশেই দেখা যায়! কিন্তু কীসের ছবি এটা! কী ভয়ঙ্কর দেখতে...!

এমনই প্রতিক্রিয়ায় ভরে গেছে সামাজিক মাধ্যমে। ছবিটি দেখার পর থেকে বিস্তর ভয় পেয়েছেন অনেকে। অনেকে আবার ভেবেছেন, এটা বুঝি কোনও হরর সিনেমার দৃশ্য। কমপিউটারে বানানো কোনও অদ্ভুত দর্শন প্রাণীর মুখ।

কিন্তু বিষয়টি মোটেও তা নয়। এটি একটি বাস্তব প্রাণী। এমন একটি প্রাণী, যে কিনা আমার, আপনার- আমাদের সকলেরই ঘরেই প্রায় আছে। কি, শুনে চমকে গেলেন? 

বিশ্বাস হচ্ছে না, তাই না? হওয়ার কথাও নয়। এমন ভয়ানক মুখের কোনও প্রাণী আমাদের ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, অথচ আমরা সেটা জানি না? 

ছবিতে বিশাল একটা দানবের মুখ মনে হলেও আদতে এটি সাধারণ একটি পিঁপড়ার মুখ। হ্যাঁ, ঠিকই শুনছেন। কী এবারও বিশ্বাস হচ্ছে না! তবে বিষয়টি কিন্তু একেবারেই ঠিক।

জানা গেছে, ছোট্ট প্রাণীটির এই ছবিটি তোলার পরে সেটাকে কমপিউটারের পর্দায় প্রায় ৫ গুণ বড় করা হয়েছে। তবেই পাওয়া গেছে এই ছবিটি। আর তাতেই ধরা পড়েছে অতি পরিচিত একটি প্রাণীর মুখ আসলে দেখতে কেমন, সেই চেহারা।

বাস্তবেই এটা একটি পিঁপড়ার ছবি। হ্যাঁ, ঠিকই পড়েছেন। এটি একটি পিঁপড়ার মুখ। অনেকেই হয়তো ভাবতে পারেননি, পিঁপড়াকে এমন দেখতে হতে পারে।

অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে ছবিটি পাঁচগুণ বড় করার পরই ছবিটিতে পিঁপড়ার এমন ভয়ানক মুখচ্ছবি প্রকাশ্যে আসে। সূত্র- হিন্দুস্তান টাইমস।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি