ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

মংলা পোর্ট পৌরসভার বাসিন্দারা খাবার পানির তীব্র সংকটে

প্রকাশিত : ১৫:০১, ১৩ মে ২০১৬ | আপডেট: ১৫:০১, ১৩ মে ২০১৬

খাবার পানির তীব্র সংকটে পড়েছেন মংলা পোর্ট পৌরসভার বাসিন্দারা। দূষিত পানি পান করে ডায়রিয়া, কলেরাসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন তারা। এদিকে পৌর কর্তৃপক্ষ বলছে ওয়াটার ট্রিটমেন্টের কাজ শেষ হলেই কাটবে এ সংকট। প্রথম শ্রেনীর পৌরসভার বাসিন্দা হয়েও বিশুদ্ধ খাবার পানি পাচ্ছেন না মংলা পোর্ট পৌরসভার বাসিন্দারা। কুমারখালী ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে ঘন্টায় সরবরাহ হয় দুই লাখ লিটার পানি। ৫ লাখ লিটার ধারন ক্ষমতার একটি ওভারহেড ট্যাংক থাকলেও তাতে চাহিদা মিটছে না এলাকার ৫০ হাজার মানুষের। প্রায় সাড়ে ১০ হাজার পরিবারের মধ্যে পানি পাচ্ছে মাত্র দুই হাজার পরিবার। তার ওপর পানির বিশুদ্ধতা নিয়েও উঠেছে প্রশ্ন। এ পানি পান করে নানা রোগে আক্রান্ত হচ্ছেন তারা। সীমাবদ্ধতার কথা স্বীকার করে শিগগিরই পানি সংকট নিরসনের আশ্বাস দিয়েছেন পৌর মেয়র। দ্রুত সময়ের মধ্যে পানি সমস্যা সমাধানের দাবি এলাকাবাসীর।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি