
মংলা বন্দরে শুল্ক ও রাজস্ব ফাঁকি দিয়ে আমদানী করা মোটর সাইকেলের একটি চালান জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
বাণিজ্যিক জাহাজ এমভি মার্কস জুরান গত বোরবার মংলা বন্দরে ভেড়ে। এ জাহাজে আসা তিনটি কন্টেইনারের পণ্য ছাড় করানোর সময় পরীক্ষা করতে গিয়ে ধরা পড়ে ৮০টি মোটর সাইকেলের তিনটি কন্টেইনার। পরে চালানটি সিলগালা করে কাস্টমস কর্তৃপক্ষ। ঢাকার মেসার্স হোসেন এন্টারপ্রাইজ নামক একটি প্রতিষ্ঠান মোটর সাইকেলের চালনটি কোরিয়া থেকে আমদানি করেছে বলে জানায় মংলা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার মো. জাহাঙ্গীর আলম। এ চালনাটির আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৪ কোটি টাকা বলেও জানান তিনি।