ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

মগবাজার-মৌচাক ফ্লাইওভারের একাংশ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৪:৫৬, ৩০ মার্চ ২০১৬ | আপডেট: ১৯:২৩, ৩০ মার্চ ২০১৬

যান চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে রাজধানীর মগবাজার-মৌচাক ফ্লাইওভারের একাংশ। তেজগাঁও সাতরাস্তা থেকে মগবাজার মোড় হয়ে হলিফ্যামিলি পর্যন্ত এই অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাকি অংশের কাজ দ্রুত শেষ করার আশা রেখে তিনি জানান, বেসরকারি পরিবহনে ভাড়া নিয়ে হয়রানি বন্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। বুধবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী তেজগাঁও অংশে উদ্বোধনের ফলক উন্মোচন করে ফ্লাইওভারের ওপর দিয়ে হলি ফ্যামিলি হাসপাতাল প্রান্তে পৌঁছান। পরে প্রধানমন্ত্রী অফিসার্স ক্লাবের হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে বক্তারা যানযট কমাতে আওয়ামী লীগ সরকারের সময় ঢাকায় বেশ কয়েকটি ফ্লাইওভার নির্মাণের কথা উল্লেখ করেন। বেসরকারী গণপরিবহনে নৈরাজ্য বন্ধে প্রধানমন্ত্রী বিআরটিসি এবং রেলওয়েকে আরো শক্তিশালী করার যৌক্তিকতা তুলে ধরেন। দুর্ঘটনা হলেই চালককে মারধর, গাড়ি ভাংচুর, সড়ক অবরোধকে নিরুৎসাহিত করে, আগে কারণ খুঁজে দেখা এবং পথচারীদের মধ্যে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। দেশ গড়তে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান ছিলো প্রধানমন্ত্রীর বক্তব্যে। তিনি অনুষ্ঠানস্থল ছেড়ে যাওয়ার পর যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হয় ৮ কিলোমিটারের মধ্যে সম্পন্ন দুই কিলোমিটার অংশের উড়াল সড়কটি।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি