ঢাকা, বুধবার   ০১ জানুয়ারি ২০২৫

মঞ্চ মাতানো বিজ্ঞানী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৫, ৯ জুলাই ২০১৭ | আপডেট: ১৫:০৭, ৯ জুলাই ২০১৭

মানুষের পেশা যাই হোক না কেন, তার শখ কিন্তু একেবারেই আলাদা। শখের সঙ্গে পেশার সখ্যতাও খুবই কম। মেরিট মুরের ক্ষেত্রেও ঠিক এমনটাই ঘটেছে।

তিনি একজন ব্যালে নৃত্যশিল্পী কিন্তু এর পাশাপাশি তিনি কোয়ান্টাম পদার্থবিদ্যায় গবেষণা করেন।

১৩ বছর বয়স থেকেই তিনি নাচের সঙ্গে জড়িত। পাশাপাশি হার্ভার্ড থেকে পদার্থবিদ্যায় পড়া শেষ করে এখন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পিএইচডি করছেন কোয়ান্টাম ফিজিক্সে।

মিস মুর মনে করেন বিজ্ঞানীদের শিল্প সম্পর্কে জানা প্রয়োজন। এর মাধ্যমে কল্পনা ও সৃজনশীলতার সমন্বয়ের বিষয়ে শিখতে পারা যায়।

তিনি একজন পেশাদার নৃত্যশিল্পী ও ইংলিশ ন্যাশনাল ব্যালে, বোস্টন ব্যালে ও জুরিখ ব্যালে দলের সঙ্গে তিনি পারফর্ম করেছেন।

সূত্র: বিবিসি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি