ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মডেল স্বামীর নয় স্ত্রী, ছেড়ে যাচ্ছেন একজন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১২, ৬ এপ্রিল ২০২২ | আপডেট: ১২:০৪, ৬ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

সুদর্শন হলে কত কিছুই না করা বা পাওয়া যায়! যারই প্রতিফলন ব্রাজিলের খ্যাতনামা মডেল আর্থার ও আরসো। সুদর্শন এই মডেল একটি বা দুইটি নয়, এক দুই করে নয়টি বিয়ে করে সংসার পেতেছেন। এমন শান্তি কতজনেরই বা জীবনে আছে? তবে শান্তিতে মনে হয় ফাটল ধরাতে চলেছে তার এক স্ত্রী।  

জানা যায়, ৯-এর জায়গায় ১০ নারীর সঙ্গে ঘর করার শখ এই মডেলের। সে শখ দ্রুতই পূরণ করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। কিন্তু এরই মধ্যে নতুন সমস্যা। এক স্ত্রী আগাথা স্বামীর বহুগামিতায় বিরক্ত হয়ে বিচ্ছেদের দাবি করেছেন। একগামী জীবনে ফিরতে চাইছেন তিনি। আর তাতেই হতবাক স্বামী আর্থার। 

এ বিষয়ে এক সাক্ষাৎকারে আর্থার জানিয়েছেন, “মানসিক যন্ত্রণায় ভুগছেন তিনি। কিন্তু সব থেকে যে বিষয়টি তাকে অবাক করেছে, তা হল তার স্ত্রীর যুক্তি।”

আর্থার আরও বলেন, “আমার অন্যান্য স্ত্রীও খুব অবাক। তারা তো বলছে, আগাথা মোটেই ভালোবেসে বিয়ে করেনি। নতুন কিছুকে দেখার ও নতুন জীবন যাপনের আশায় বিয়ে করেছিল। এটা ঠিক করছে না আগাথা।”

এদিকে আগাথা বিচ্ছেদের দাবি করতেই আর্থার স্থির করেছেন, আগাথার জায়গা পূরণ করতে আরও একটি বিয়ে করবেন। আর খুব তাড়াতাড়ি স্ত্রীর সংখ্যা ১০-এ নিয়ে যাবেন তিনি।
আর্থার প্রথমে একটি বিয়ে করেছিলেন। তার প্রথম স্ত্রীর নাম লুয়ানা কাজাকি। তারপরে গত বছর আট জন মহিলাকে একসঙ্গে বিয়ে করেছিলেন তিনি। যদিও ব্রাজিলে বহুগামিতা নিষিদ্ধ। আর এ নিয়ে সেদেশে চর্চাও হয়েছে অনেক।
সূত্র: আনন্দবাজার
আরএমএ/ এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি