ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

মদ্রিচকে পেতে গুনতে হবে ৭৫ কোটি ইউরো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১০, ৩ আগস্ট ২০১৮

বেলজিয়াম তারকা লুকা মদ্রিচকে কিনতে বেশ কয়েকটি ক্লাব দৌড়ঝাঁপ শুরু করলেও, রিয়াল মাদ্রিদ জানিয়ে দিয়েছে লুকাকে ছাড়ার কোনো পরিকল্পনা নেই তাদের। ইতোমধ্যে ক্লাবটির সভাপতি ফ্লোরেন্তিনো পেরেস জানিয়ে দিয়েছেন, রাশিয়া বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী খেলোয়াড়কে কিনতে হলে রিয়ালকে দিতে হবে রিলিজ ক্লজের ৭৫ কোটি ইউরো।

প্রাক-মৌসুম টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপ খেলতে বর্তমানে যুক্তরাষ্ট্রে আছে রিয়াল। মায়ামিতে বৃহস্পতিবার দলের সঙ্গে দেখা করেন পেরেস। ওখানেই মদ্রিচের সম্ভাব্য দল-বদলের গুঞ্জনের বিষয়ে কথা বলেন সভাপতি। "মদ্রিচের ক্লাব ছাড়ার একমাত্র উপায় হলো যদি তারা ৭৫ কোটি ইউরো পরিশোধ করে।"

ক্রীড়া বিষয়ক স্প্যানিশ দৈনিক মার্কা অবশ্য তাদের প্রতিবেদনে জানিয়েছে, এবারের দল বদলে মদ্রিচ ক্লাব ছাড়তে পারেন সান্তিয়াগো বের্নাবেউয়ের কেউই তা মনে করেন না। স্ত্রী ভানিয়া বসনিচের সঙ্গে এখন ছুটি কাটাচ্ছেন মদ্রিচ। তার সাবেক এজেন্ট স্ত্রাভকো মামিচের সাথে কাজ করার অভিজ্ঞতা আছে বসনিচের। ইন্টারের সঙ্গে তিনিই আলোচনা করছেন বলে সংবাদ মাধ্যমে খবর।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি