ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

মদ খেয়ে হাসপাতালে অক্সিজেন বন্ধ করে ৩ শিশুকে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪১, ২২ আগস্ট ২০১৭

ভারতের গোরক্ষপুরে অক্সিজেনের অভাবে ৬৩ শিশুর মৃত্যুর শোক কাটতে না কাটতেই আরেকটি হাসপাতালে অক্সিজেন বন্ধ করে ৩ শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। ছত্তিশগড়ের রাইপুরের একটি হাসপাতালে মদ খেয়ে মাতাল অবস্থায় রবি চন্দ্র নামে একজন কর্মী ওই হাসাপাতালের অক্সিজেন বন্ধ করে দেন বলে অভিযোগ উঠেছে। খবর ইন্ডিয়া টুডের।

পুলিশ এইমধ্যে অভিযুক্ত রবি চন্দ্রকে গ্রেফতার করেছে।

ভারতে উত্তর প্রদেশে শিশু মৃত্যুর পর এবারের এ ঘটনা এনিয়ে রাজ্যে বেশ হইচই হচ্ছে। মুখ্যমন্ত্রী রমণ সিং ইতিমধ্যে ঘটনার তদন্ত করতে নির্দেশ দিয়েছে।

খবরে বলা হয়েছে, রোগীদের অক্সিজেন সরবারহের বিষয়টি যিনি দেখাশোনা করেন সেই হাসপাতাল কর্মী রবি চন্দ্রকে মদ্যপ অবস্থায় ধরা হয়। তিনিই নেশার ঘোরে অক্সিজেন সরবারহ বন্ধ করে দেন দেন।

//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি