ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মধুচন্দ্রিমায় স্বর্গে বিরাট-আনুশকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৯, ১৬ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

মধুচন্দ্রিমায় স্বার্গে রয়েছেন আনুশকা-বিরাট। ইনস্টাগ্রামে তাঁদের জুটিবদ্ধ সেলফি প্রকাশ করে এমনটা জানান দিলেন বিরুষ্কা। তবে কোথায় তারা মধুচন্দ্রিমার সুন্দর মুহুর্ত কাটাচ্ছেন তা জানা যায়নি। তবে প্রকাশিত ছবি দেখে অনুমান করা যায় যে এটা ইউরোপের কোনো বরাফাবৃত এলাকা হবে।

সে যাই হোক; মধুচন্দ্রিমা বেশ আনন্দেই কাটাচ্ছেন এই তারকা জুটি। সেটি প্রকাশ পেয়েছে ছবির ক্যাপশনে। ২৯ বছর বয়সী এই অভিনেত্রী তাঁর সেলফির ক্যাপশনে লিখেছেন, ‘এক কথায় স্বর্গে আছি।’

আর পোস্ট করার সঙ্গে সঙ্গে ছবিটি ভাইরাল হয়ে যায়।

প্রকাশের ২০ মিনিটে দুই লাখ লাইক পায় তাঁদের এই সেলফি। আর তাঁদের সঙ্গে ‘দারুণ’, ‘অসাধারণ জুটি’র মতো মন্তব্য তো রয়েছেই।

উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর ইতালির তাসকেনি রিসোর্টে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিরাট-আনুশকা। মধুচন্দ্রিমা থেকে ফিরে আগামী ২৬ ডিসেম্বর দিল্লিতে তাদের বিবাহোত্তর সংবর্ধনা হওয়ার কথাও রয়েছে।

সূত্র : জি নিউজ

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি