ঢাকা, শনিবার   ১২ অক্টোবর ২০২৪

মধ্যআকাশে নারীকে ‘শ্লীলতাহানি’, অভিযুক্ত গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৯, ১২ অক্টোবর ২০২৪

ভারতের ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এক নারী সহযাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ফ্লাইটটি নয়াদিল্লি থেকে দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর চেন্নাইয়ে যাচ্ছিল।

নয়াদিল্লি থেকে পিটিআই এ তথ্য জানায়। তবে ইন্ডিগো এয়ারলাইন্স এখনও এই ঘটনার বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, অভিযুক্ত ওই ব্যক্তির নাম রাজেশ শর্মা। গত ৯ অক্টোবর চেন্নাই বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণের পর তাকে গ্রেফতার করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, জয়পুর ও দিল্লি ঘুরে বাড়ি ফিরছিলেন ওই নারী। অভিযুক্ত ওই ব্যক্তি নারী সহযাত্রীর পেছনের সিটে বসা ছিলেন। মাঝ আকাশে ফ্লাইটের মধ্যে তাকে অন্যায়ভাবে স্পর্শকাতর জায়গায় স্পর্শ করেছিলেন বলে অভিযোগ করা হয়েছে।

স্থানীয় পুলিশ ওই নারীকে লিখিত অভিযোগ দায়ের করতে সহায়তা করে এবং এরপরই তদন্ত শুরু হয়।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি