ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় ৮৩ শিশু নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৮, ৬ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১২:১৯, ৬ ফেব্রুয়ারি ২০১৮

গতমাসে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় সহিংসতায় অন্তত ৮৩ শিশু নিহত হয়েছে। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থার বরাত দিয়ে আল-জাজিরা বিষয়টি নিশ্চিত করেছে।

গত জানুয়ারি মাসে ইরাক, লিবিয়া, ফিলিস্তিন, সিরিয়া ও ইয়েমেনে নিহতের শিকার হন শিশুরা। ইউনিসেফ গত সোমবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। নিহতদের বেশিরভাগই মারা গেছেন, আত্মঘাতী বোমা হামলায়। অন্য শিশুরা মারা গেছেন যুদ্ধাবস্থা থেকে পালাতে গিয়ে।

ইউনিসেফের আঞ্চলিক প্রধান গ্রিট ক্যাপেলার বলেন, মধ্যপ্রাচ্য ও উত্তর কোরিয়ার মৃত্যুর ঘটনা অগ্রহণযোগ্য। সহিংসতার মাধ্যমে সব পক্ষই আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে বলে মত দেন তিনি। এ সময় তিনি বলেন, এ সব যুদ্ধের সবচেয়ে বড় মূল্য দিতে হয়েছে এই শিশুদের। তাদের জীবনটাকে ছোট করে দেওয়া হয়েছে। একইসঙ্গে সারা জীবনের জন্য তাদের পরিবারের কান্না দিয়ে গেছে এই যুদ্ধ।

ইউনিসেফের জরিপে দেখা যায়, সিরিয়ায় অন্তত ৫৯ নাগরিক নিহত হয়েছেন। অন্যরা রামাল্লাহ, লিবিয়া, ইরাক ও ইয়েমেনে বোমা হামলায় নিহত হন। এসময় তিনি বলেন, এই ভয়াবহ যুদ্ধে হাজার হাজার নয়, বরং মিলিয়ন মিলিয়ন শিশুর সুন্দর শৈশব কেড়ে নেওয়া হয়েছে।

সূত্র: আল-জাজিরা
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি