ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মধ্যপ্রাচ্য সংঘাত ‘বিশ্ব শক্তির লজ্জাজনক ব্যর্থতা: পোপ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৮, ৭ অক্টোবর ২০২৪

Ekushey Television Ltd.

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের অক্ষমতার সমালোচনা করেছেন ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিস। আজ সোমবার (৭ অক্টোবর) এক খোলা চিঠিতে তিনি মধ্যপ্রাচ্যে ঘটে চলা সংঘাতকে ‘বিশ্ব শক্তিগুলোর লজ্জাজনক ব্যর্থতা’ হিসেবে উল্লেখ করেছেন।

মধ্যপ্রাচ্যের ক্যাথলিকদের উদ্দেশে লেখা এই চিঠিতে তিনি বলেন, এক বছর আগে ঘৃণার ফিউজ জ্বলে ওঠে। এটি এখনো শেষ হয়নি, বরং সহিংসতা চক্রাকারে বিস্ফোরিত হয়েছে।

আন্তর্জাতিক সম্প্রদায় এবং সবচেয়ে শক্তিশালী দেশগুলো অস্ত্র পাঠানো বন্ধ করতে এবং যুদ্ধের ট্র্যাজেডির অবসান ঘটাতে লজ্জাজনক অক্ষমতা দেখিয়েছে বলেও উল্লেখ করেন পোপ।

শীর্ষ এই ধর্মগুরু বলেন, দেখে মনে হচ্ছে খুব কম লোকই সবচেয়ে বেশি যা প্রয়োজন- কাঙ্ক্ষিত সংলাপ এবং শান্তি সম্পর্কে চিন্তা করে। এখনো রক্ত ঝরছে, যেমন অশ্রু ঝরছে। প্রতিশোধের আকাঙ্ক্ষার সাথে সাথে ক্রোধও বাড়ছে। তিনি বলেন, ইতিহাস প্রমাণ করে, সহিংসতা কখনো শান্তি বয়ে আনে না। কিন্তু বছরের পর বছর সংঘাত আমাদের কিছুই  শিক্ষা দেয়নি বলে মনে হচ্ছে।

৮৭ বছর বয়সী পোপ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ নিহত হওয়ার সমালোচনা করে বলেন, বিমান হামলা 'নৈতিকতার বাইরে' চলে গেছে।

এর আগে গত সেপ্টেম্বরে পোপ লেবাননে ইসরায়েলের কর্মকাণ্ড মেনে নেয়া যায় না উল্লেখ করে যুদ্ধ বন্ধে সম্ভাব্য সব কিছু করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানান।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি