ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মধ্যম আয়ের দেশে পৌঁছাতে প্রবৃদ্ধি ৮ শতাংশে নিতে হবে : গভর্নর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০০, ১৮ জুলাই ২০১৭ | আপডেট: ১৯:৫০, ১৮ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

দেশকে মধ্যম আয়ের কাতারে নিতে প্রবৃদ্ধি ৮ শতাংশে নিতে হবে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. ফজলে কবির। তিনি বলেন, আমরা সবাই চাই দেশ মধ্যম আয়ের সারিতে যাক। কিন্তু সেজন্য আমাদের অর্থনৈতিক ভীতকে শক্তিশালী করতে হবে। প্রবৃদ্ধি বাড়াতে হবে।

মঙ্গলবার বৈদেশিক মুদ্রানীতি ও বিনিয়োগ বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স-২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

কেন্দ্রীয় ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স রুমে এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদশে ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সুলতান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি সাইফ ইসলাম দিলাল।

অনুষ্ঠানে গভর্নর দেশের উন্নয়নে বিনিয়োগ বাড়ানোর গুরুত্ব আরোপ করে বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য দরকার নতুন বিনিয়োগ। সেজন্য দেশে বিনিয়োগ বাড়াতে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি করতে হবে।

এ সময় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি নিয়ে দায়িত্বশীল সংবাদ পরিবেশন করায় সাংবাদিকদের প্রশংসা করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর।

এছাড়া ওরিয়েন্টেশনে অংশগ্রহণকারী সাংবাদিকদের উদ্দেশ্যে ফজলে কবির বলেন, আপনাদেরকে অনুসন্ধানী সাংবাদিকতা বাড়াতে হবে। সবার আগে সঠিক খবর দিতে হবে।

আরকে/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি