ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মধ্যরাতেও পোলাও রান্না করেছেন অপু!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৬, ১০ আগস্ট ২০১৭ | আপডেট: ২০:৫১, ১০ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

শাকিব খানের জন্য মধ্যরাতেও পোলাও রান্না করেছেন অপু বিশ্বাস। শুধু ভালোবাসার জন্যই কোনো কাজে বিরক্ত হননি তিনি।

একটি বেসরকারী টেলিভিশনে ‘রাঙা সকাল’নামের এক ঈদের আয়োজনে অপু বিশ্বাস অকপটে স্বীকার করেছেন ব্যক্তিগত কিছু কথা।

অনুষ্ঠানে তিনি বলেন, পুরুষ তারকারা ইচ্ছে করলে পুরোপুরি কাজে ব্যস্ত হতে পারেন। কিন্তু নারী তারকারা চাইলেও তা পারেনা।

অপু জানান, দুই বছর আগে মাছরাঙা টেলিভিশনে ঈদের বিশেষ অনুষ্ঠান ‘কেমিস্ট্রি’ শেষ করে শাকিবের সঙ্গে একসঙ্গে বাড়ি ফিরে যান। বাড়িতে গিয়ে রাত দুইটায় স্বামীর পোলাও রাঁধতে হয়েছে তাকে। ভালোবেসেই স্বামীর জন্য রাঁধতে ভালোবাসেন অপু। তিনি বলেন, এমনটি হলে আমি বিরক্ত হইনা বরং আরও ভালো লাগে।

নিজের নামের বিষয়ে ভুল তথ্য সংশোধন করে দিয়ে অপু বলেন, অনেকেই ভাবেন আমার নাম অবন্তী বিশ্বাস। কিন্তু আমি অপু বিশ্বাস। প্রয়াত নির্মাতা সুভাষ দত্ত দাদু ছবির শুটিংয়ে আদর করে আমাকে অবন্তী নামে ডাকতেন। কিন্তু আমি বরাবরই অপু বিশ্বাস এবং এ নামেই পরিচিত হতে চেয়েছি।

আর/ডব্লিউএন 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি