ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মধ্যরাতে ঢাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫২, ৭ নভেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছেন শিক্ষার্থীরা। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাবির হলগুলোতে ছাত্রদলের পোস্টার সাঁটানোকে কেন্দ্র করে এই বিক্ষোভ মিছিল করেন তারা।

বুধবার (৬ নভেম্বর) রাতে বিজয় একাত্তর হল গেটে বিক্ষোভ করে প্রভোস্ট বরাবর স্মারকলিপি দেন হলের আবাসিক শিক্ষার্থীরা। 

এ সময় রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনাকারীদের ঘটনা তদন্ত করে শোকজের দাবি জানান তারা। পরে হল প্রশাসনের নির্দেশে পোস্টারগুলো তুলে ফেলা হয়।

এরপর বিজয় একাত্তর হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, কবি জসীম উদ্দিন হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিজয় একাত্তর হলে আসেন। তারা ‘ক্যাম্পাস পলিটিক্স নো মোর, নো মোর’- স্লোগান দেন। 

পরে বিভিন্ন হল থেকে মিছিলে নিয়ে ভিসি চত্বরে উপস্থিত হন অন্য শিক্ষার্থীরা। এ সময় তারাও বিভিন্ন স্লোগান দেন।

এদিকে রাতে এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল প্রশাসন বলেছে, সার্বিক সৌন্দর্য বজায় রাখার জন্য হলের অভ্যন্তরে বা হলচত্বরের দেয়ালে হল প্রশাসনের অনুমতি ছাড়া কোনো ধরনের ব্যানার, ফেস্টুন, পোস্টার লাগানো ও দেয়াললিখন করা যাবে না। কেউ এই আদেশ অমান্য করলে হল কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের বিধি ও প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেবে। 

প্রসঙ্গত, ৭ নভেম্বর ‘ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস’ সামনে রেখে অন্যান্য এলাকার মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোসহ বিভিন্ন দেয়ালে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবিসংবলিত পোস্টার সাঁটায় ছাত্রদল। 

বিষয়টি নিয়ে বুধবার দিনভর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পক্ষে-বিপক্ষে নানা আলোচনা হয়। পরে রাতে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি