
মধ্য আফ্রিকায় নতুন করে আরো ৮ জন নারী ও শিশু জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়েছে।
বামবারি শহরে এ’সব ঘটনা ঘটে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো। যদিও জাতিসংঘ বলছে, নতুন ৭টিসহ এ’ নিয়ে মোট ২০টি ঘটনা চিহ্নিত করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কঙ্গোর সেনা সদস্যরাই এ’সব ঘটনার জন্য দায়ী। এরইমধ্যে ঘটনায় জড়িত সন্দেহে ১২০ জন শান্তিরক্ষীকে ব্যারাকে ফিরিয়ে নিয়েছে জাতিসংঘ। তদন্ত শেষ হওয়ার পর তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে সংস্থাটি। ২০১৩ সালে মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা শুরুর পর দেশটিতে কাজ করছে কয়েক হাজার শান্তিরক্ষী।