ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

মনোনয়ন কিনলেন নওয়াজকন্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৩, ৬ জুন ২০১৮ | আপডেট: ১৫:৫৫, ৬ জুন ২০১৮

পাকিস্তানের ক্ষমতাচ্যূত প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কন্যা মরিয়ম নওয়াজ নির্বাচন কমিশন থেকে মনোনয়ন ফরম কিনেছেন। ২০১৩ সালে তার বাবা নওয়াজ শরীফ এই আসন থেকেই জয় পেয়েছিলেন। এবার বাবার নির্বাচনী আসনেই লড়তে যাচ্ছেন মরিয়ম।

গত বছর দেশটির সর্বোচ্চ আদালত নওয়াজ শরীফকে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণা করেন । এরপরই ওই আসন থেকে নওয়াজপত্নী কুলসুম নওয়াজ উপ-নির্বাচনের মাধ্যমে জয়লাভ করেন।

কুলসুম নওয়াজ ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন। তবে নির্বাচনে জয়লাভ করলেও ক্যান্সারের চিকিৎসার কারণে লন্ডন চলে যাওয়ায় আর শপথ নেওয়া হয়নি তার। ইতোমধ্যে মরিয়ম নওয়াজ ভোটারদের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছেন।

জানা গেছে, নওয়াজকন্যা মরিয়ম নওয়াজের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগে বিচার চলছে। তবে তার মনোনয়ন শেষ পর্যন্ত টিকবে কি না, তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। এদকে মনোনয়ন ফরম কিনে নির্বাচনী লড়াইয়ে ইতোমধ্যে মাঠে নেমেছেন মরিয়ম।

সূত্র: ডন

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি