ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

মন্ত্রণালয়ের কর্মকর্তার বিরুদ্ধে মন্তব্য করায় বিপাকে চসিক মেয়র

প্রকাশিত : ১৬:৪৩, ১৮ আগস্ট ২০১৬ | আপডেট: ১৬:৪৩, ১৮ আগস্ট ২০১৬

প্রকল্পের টাকা ছাড় করার জন্য পাঁচ শতাংশ কমিশন ও পাজেরো জিপ দাবি করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তারা- এমন মন্তব্য করে বেকায়দায় পড়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও আওয়ামী লীগ নগর কমিটির সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। এর জন্য মন্ত্রণালয় থেকে কারণ দর্শানোর নোটিশ ইস্যু করা হয়েছে তাকে। এই নিয়ে চট্টগ্রামসহ সারাদেশে এখন ব্যাপক আলোচনা-সমালোচনা। মেয়র নির্বাচিত হওয়ার পর পরই পাঁচ তারকা হোটেল, ক্রীড়াঙ্গন থেকে শুরু করে নগরীর ওয়ার্ডে ওয়ার্ডে অসংখ্য সংবর্ধনায় যোগ দিয়েছিলেন মেয়র আ জ ম নাছির। চারদিকে তার জয়জয়কার। নেতা-কর্মী সমর্থকদের সঙ্গে তার চারপাশে থাকে কিছু তোষামোদকারীও। নগরী থেকে বিলবোর্ড উচ্ছেদ ও দিনের পরিবর্তে রাতের বেলায় ময়লা অপসারণের মতো সাহসী উদ্যোগ তাকে অনেকটা আত্মবিশ্বাসী করে তোলে। কিন্তু গত সপ্তাহে নিজের মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে কমিশন ও দামি গাড়ি উপহার দাবি করার বেফাঁস মন্তব্য করে কিছুটা চাপে পড়েছেন বলে মনে করছেন অনেকে। মন্ত্রণালয়ের নোটিশের জবাব দেয়ার জন্য তার হাতে সময় আছে আরো তিনদিন। চট্টগ্রামের মেয়রের জবাবে মন্ত্রণালয় সন্তুষ্ট না হলে কী ধরণের পদক্ষেপ নেওয়া হবে সে নিয়েও ব্যাপক কৌতুহল নগরবাসীর। সরকারের শীর্ষ পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তারা নাখোশ হলে চট্টগ্রাম সিটি করপোরেশন তার ন্যায্য অর্থ বরাদ্দ থেকে বঞ্চিত হতে পারে কিনা এ নিয়েও আলোচনা রয়েছে। কিন্তু কোনো কিছু নিয়েই চিন্তিত নন চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির। তবে অভিযোগের পক্ষে যথেষ্ট তথ্য প্রমাণ আছে কিনা সেটিও তিনি পরিস্কার করেননি একুশে টেলিভিশনকে। মেয়রের জবাব ও মন্ত্রণালয়ের এ সংক্রান্ত সিদ্ধান্ত নিতে আগামী সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সিদ্ধান্ত যাই হোক, চট্টগ্রাম সিটি করপোরেশনের আগামী দিনের উন্নয়ন অগ্রযাত্রা যাতে ব্যাহত না হয় সেটিই সবার প্রত্যাশা
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি