ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

মন্দিরে ইফতার! (ভিডিও)

প্রকাশিত : ১২:০২, ২১ মে ২০১৯

ভারতের অযোধ্যার বাবরি মসজিদ তথা রাম মন্দির নিয়ে বিতর্কের শেষ নেই। এই বিতর্ক নিয়ে সেখানে ঝড়েছে অনেক প্রাণ। তবু সেই বিতর্কের শেষ নেই।

সম্প্রতি মজানের পবিত্র মাসে সম্প্রীতির নয়া নজির দেখল বাবরি বিধ্বস্ত অযোধ্যা। ধর্মের বেড়াজাল ভেঙে সোমবার মুসলিম সম্প্রদায়ের মানুষ অযোধ্যার সীতারাম মন্দির চত্বরে বসে ইফতার করলেন।

মন্দিরের প্রধান পুরোহিত গণমাধ্যমকে জানান, এই নিয়ে তৃতীয়বারের মতো ইফতারের আয়োজন করা হয়েছে এই মন্দিরে। ভবিষত্যেও করা হবে। প্রত্যেক ধর্মের উৎসব এভাবেই প্রত্যেকের সমান উৎসাহের সঙ্গে পালন করা উচিত।

মন্দির কর্তৃপক্ষের এই ইফতার আয়োজনের সিদ্ধান্ত রীতিমত খুশি স্থানীয় মুসলিমরা। অবশ্য এই নজির নবরাত্রিতেও দেখা যায় অযোধ্যায়। স্থানীয় মসজিদে পালন করা হয় নবরাত্রি। ধুমধাম করে সব রকম রীতি মেনে নবরাত্রি পালনে হিন্দুদের সঙ্গেই মেতে ওঠেন সেখানকার মুসলমানরা।

ভিডিও

এমএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি