ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মমতাজ সবুর সাহিত্য পুরস্কার পাচ্ছেন সেলিনা হোসেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০০, ৯ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

সাহিত্য-সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য বিষয়ক সংগঠন ‘চট্টগ্রাম একাডেমি’ প্রবর্তিত লেখিকা মমতাজ সবুর সাহিত্য পুরস্কার ২০১৯ পাচ্ছেন কথাসহিত্যিক সেলিনা হোসেন। সম্প্রতি এ পুরষ্কার ঘোষণা করা হয়েছে।      

১৮ জানুয়ারি শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে এ পুরস্কার প্রদান করা হবে। পুরস্কার হিসেবে থাকছে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদ।    

চট্টগ্রাম একাডেমির চেয়ারম্যান ড. অনুপম সেনের সভাপতিত্বে পুরস্কার প্রদান অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. মাহবুবুল হক, চট্টগ্রাম সরকারি চারুকলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ রীতা দত্ত, আগ্রাবাদ মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড. আনোয়ারা আলম, মহিলা কলেজ চট্টগ্রামের অধ্যক্ষ তহুরীন সবুর ডালিয়া প্রমুখ।  

আআ//এসি
   


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি