ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদল-শিবিরের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া
প্রকাশিত : ১৫:৩১, ২ ফেব্রুয়ারি ২০২৫
ময়মনসিংহ মেডিকেল কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবির কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
রোববার দুপুরে কলেজ ক্যাম্পাসে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আজ সকাল থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজে এমবিবিএস প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলছিল। প্রথম বর্ষের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়াকে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটি পরে হাতাহাতির ঘটনা ঘটে।
এর একপর্যায়ে ছাত্রদল ও শিবির কর্মীদের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
খবর পেয়ে বহিরাগতরাও কলেজ ক্যাম্পাসে ছুটে আসে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছে পুলিশ।
এএইচ
আরও পড়ুন