ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মরক্কোতে তৈরি হচ্ছে আকাশচুম্বী অট্টালিকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০২, ৩০ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৫:১০, ৩০ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

মরোক্কোর রাজধানী রাবাতে দেশটির সবচেয়ে বড় আকাশচুম্বী অট্টালিকা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী বৃহস্পতিবার থেকে ওই অট্রালিকা তৈরির কাজ শুরু হবে বলে জানানো হয়েছে।  

দ্যা ব্যাংক অব আফ্রিাকা নামের ওই টাওয়ারটির উচ্চতা হবে ৮২০ ফিট (প্রায় ২৫০ মিটার)। এই দিক থেকে কেনিয়ার নাইরোবিতে নির্মাণাধীন দ্য পিন্যাকলের পরেই হবে এই আকাশচুম্বি অট্টালিকার স্থান। 

কেনিয়াতে নির্মাণাধীন দ্যা পিন্যাকল ভবনটির উচ্চতা হবে ৯৮৪ ফিট। এটির কাজ শেষ হবে ২০১৯ সালে।

দ্যা ব্যাংক অব আফ্রিাকা নামের ওই টাওয়ারটির নির্মাণ কাজ ২০২২ সাল নাগাদ শেষ হওয়ার কথা রয়েছে।এই আকাশচুম্বি অট্টালিকার ডিজাইনার হলেন স্থপতি র্যা্ফায়েল ডি ল্যা হোজ এবং বেনজেলুয়ান।

এটি নির্মাণ করবেন নির্মাতা প্রতিষ্ঠান বিইএসআইএক্স গ্রুপ এবং ট্রাভ্যাআক্স জেনের্যজআক্স ডি কন্সট্রাকশন ডি ক্যাসাবালঙ্কা (টিজিসিসি)।

তথ্যসূত্র : সিএনএন

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি