ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘মরণোত্তর দেহদান’ করবেন অর্চিতা স্পর্শিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৩, ৮ ডিসেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ার জন্মদিন আজ। শুক্রবার (৮ ডিসেম্বর) ত্রিশে পা দিয়েছেন এই অভিনেত্রী। বিশেষ এই দিনে 'বিশেষ' একটি ঘোষণা দিয়েছেন স্পর্শিয়া। জন্মদিনেই ‘মরণোত্তর দেহদান’ করার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন তিনি।

কেন দেহদান করার বিষয়ে আগ্রহী হলেন সেই সম্পর্কে স্পর্শিয়া বলেন, ‘আমার শরীরটুকু মৃত্যুর পরেও যেন কাজে লাগে, সেটা খুব করে চাই। আমার হার্ট যদি ভালো থাকে সেটা স্থানান্তর হবে অন্য শরীরে, যার মাধ্যমে বেঁচে থাকবে আরেকটা জীবন। এসব ভাবতেও ভালো লাগে। শুধু হার্ট নয়, আমার শরীরের যেসব অঙ্গপ্রত্যঙ্গ ঠিক থাকবে সবই যেন কাজে লাগে মানুষ ও চিকিৎসা বিজ্ঞানের প্রসারে, এটা আমি মনেপ্রাণে চাই। এমনকি আমার কঙ্কালও যেন ব্যবহার করা হয় সেটাও আমি চাই।’

তিনি আরও বলেন, ‘দেখুন এই দানের মধ্যে রয়েছে অন্যের উপকার করার ইচ্ছা এবং চিকিৎসা বিজ্ঞানে খানিকটা সহযোগিতা করা। আমার কারণে যদি আরেকজন মানুষ বেঁচে থাকে, তাতে তো আমার ক্ষতি নেই। মানবিকতাবোধ যদি আমাদের মতো শিল্পীদের মধ্যে না থাকে তাহলে সাধারণ মানুষ কী শিখবে? আমার এই সিদ্ধান্ত বা ঘোষণার ফলে যদি সাধারণ মানুষ দেহদানে অনুপ্রেরণা পায়, সেটাও আমার সার্থকতা।’

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি