ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

মরুভূমির বুকে স্বর্গের বাগান (ভিডিও)

রফিকুল বাহার, দুবাই থেকে

প্রকাশিত : ১১:৪০, ২ জানুয়ারি ২০২৩

মরুভূমির বুকে যেন স্বর্গের বাগান। ১২০ ধরনের পাঁচ কোটি প্রস্ফুটিত ফুল। বিশ্বের সবচেয়ে বড় সুন্দর ফুল বাগান হিসাবে ইতিমধ্যে জায়গা করে নিয়েছে গিনেজ বুকে। এটি আরব আমিরাতের বিশ্ব বিখ্যাত মিরাকল গার্ডেন।

কয়েক বছর আগেও এই এলাকাটি ছিল ধু ধু মরুভূমি। ৭২ হাজার স্কয়ার মিটার জুড়ে এখন সেটি সুশোভিত এক ফুলের বাগান। ৯ বছর আগে ভালোবাসা দিবসে এটি প্রথম চালু করা হয়। ইতিমধ্যে বিশ্বের সবচেয়ে সুন্দর এবং বড় ফুলের বাগান হিসেবে গিনেস বুকে নাম উঠেছে।

মরুর গরম আবহাওয়ায় বন্ধ থাকে বাগানটি। যা চালু করা হয় শীতল আবহাওয়ায়। অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত ফুলের বাগানটি সাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

রং-বেরঙের ফুল, আর ফুল গাছ দিয়ে সাজানো হয়েছে। হেঁটে যেতে যেতে মনে হবে এটি কারো বাড়ি কিংবা গ্রাম অথবা ছোট্ট মনোরম বাংলো। এছাড়া ভাসমান নারী ভাস্কর্য দেখে আপনি চমকে যেতে পারেন।

প্রতিবছর বাগানের রূপ সৌন্দর্যে বৈচিত্র্য আনার জন্য এর ডিজাইনে পরিবর্তন আনা হয়। সে কারণেই যেন নামও রাখা হয়েছে দুবাই মিরাকেল গার্ডেন।

এ ফুলবাগানে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকে দর্শনার্থীদের জন্য। জুস, কফি, আইসক্রিমসহ অন্তত ৩০ ধরনের খাবারের ব্যবস্থা রয়েছে এখানে।

ফুলের বাগান নয় যেন রঙের উৎসব। নানা রঙের ফুল আপনাকে বিমোহিত করবে। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি