মশা নিধন প্রকল্পের ব্যর্থতার কারণে জিকা ভাইরাসের ব্যপক বিস্তার ঘটছে
প্রকাশিত : ১৩:০৪, ২৪ মে ২০১৬ | আপডেট: ১৩:০৪, ২৪ মে ২০১৬
মশা নিধন প্রকল্পের ব্যর্থতার কারণে জিকা ভাইরাসের ব্যপক বিস্তার ঘটেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
সংস্থাটির মহাপরিচালক মার্গারেট চ্যান বলেন, ষাট এর দশকে মশা নিধনের জন্যে কিছু প্রকল্প গ্রহণ করা হয়। ১৯৭০ এর দশকের প্রকল্পের নীতিগত ব্যর্থতার ফলেই বর্তমানে পৃথিবীর প্রায় ৬০টির বেশি দেশে ব্যাপকভাবে বিস্তার ঘটছে রোগটির। এমনকি রাজনৈতিক সদিচ্ছার অভাবেও প্রকল্পটি ব্যর্থ হয়েছে বলে জানান তিনি। সম্প্রতি জিকা ভাইরাস ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ায় উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গ্রীষ্মে এটি ইউরোপেও ছড়িয়ে যেতে পারে বলে মনে করছে সংস্থাটি।
আরও পড়ুন