ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মসজিদের টাকা নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত শতাধিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৩, ২১ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

হবিগঞ্জে মসজিদের টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ শতাধিক মানুষ আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহতদেরক জেলা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) সকালে সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের টঙ্গিরঘাট গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বর্তমানে টঙ্গিরঘাট গ্রামের জামে মসজিদের কোনো কমিটি নেই। ওই মসজিদের দানের ১৪ লাখ টাকা নিয়ে বিরোধ দেখা দেয় একই গ্রামের মো. তাইবুল্লাহ ও আলহাজ মিয়ার মধ্যে। এ অবস্থায় তাইবুল্লাহ ও তার লোকজন ওই টাকা ব্যাংকে জমা রাখতে চান। অন্যদিকে, আলহাজ মিয়াসহ তার লোকজন চান টাকাগুলো ব্যাংকে জমা না রেখে অন্য কোনো কাজে লাগাতে।

এ নিয়ে গতকাল শুক্রবার রাতে বৈঠক হয় টঙ্গিরঘাট গ্রামে। তখন আলহাজ মিয়ার সঙ্গে বাকবিতণ্ডার জেরে তার লোকজনের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে তাইবুল্লাসহ গ্রামবাসীর। এরই জেরে শনিবার সকাল দুপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে শতাধিক আহত হন।

এ ব্যাপারে মো. তাইবুল্লাহ বলেন, টাকা ব্যাংকে রাখা নিয়ে গ্রামবাসী একমত হলেও আলহাজ মিয়ার বিরোধিতার কারণে এ ঘটনা ঘটেছে। তবে চেষ্টা করেও আলহাজ মিয়ার বক্তব্য পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি আলমগীর কবির বলেন, মসজিদের টাকা নিয়ে দুটি পক্ষ সংঘর্ষে জড়িয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি