ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪

মসুলের জঙ্গিগোষ্ঠী আইএসকে দ্রুত আত্মসমর্পন করতে বলেছেন ইরাকি প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১০:৪০, ৬ নভেম্বর ২০১৬ | আপডেট: ১০:৪০, ৬ নভেম্বর ২০১৬

মসুলের জঙ্গিগোষ্ঠী আইএসকে দ্রুত আত্মসমর্পন করতে বলেছেন ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। তিনি বলেছেন, খুব দ্রুত শহরটি দখলে নিতে যাচ্ছে সরকারি বাহিনী। প্রাণে বাঁচতে চাইলে আইএসকে আত্মসমর্পন করতে হবে। এরপর আর সেই সুযোগ থাকবে না বলেও হুশিয়ার করেন তিনি। এরআগে আইএস প্রধান আবু বকর আল বাগদাদী জঙ্গিদের মসুল থেকে সরে না আসার নির্দেশ দেন। শনিবার নগরীর পূর্বাঞ্চলের অন্তত ৬টি এলাকা দখল নেয় ইরাকী বাহিনী। প্রায় তিন সপ্তাহ আগে শহরটি উদ্ধারে অভিযান শুরু করে ইরাকি বাহিনী। গেল দুই বছর ধরে আইএসের নিয়ন্ত্রণে রয়েছে মসুল।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি