ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

মস্কোয় বাংলাদেশি রাষ্ট্রদূতকে তলব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪০, ২২ ফেব্রুয়ারি ২০২৩

মস্কোয় নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত কামরুল আহসানকে তলব করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। পশ্চিমা নিষেধাজ্ঞার আওতায় থাকা রাশিয়ার জাহাজ বাংলাদেশের বন্দরে ভিড়তে না দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে তাকে তলব করা হয়েছে। 

মঙ্গলবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের জন্য মালামাল পরিবহন করা জাহাজগুলো তাদের বন্দরে ভিড়তে না দেওয়ার বিষয়ে বাংলাদেশি কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রতি কূটনৈতিক মিশন প্রধানের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বাংলাদেশের ওই পদক্ষেপ দুই দেশের ঐতিহ্যগতভাবে বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্কের সঙ্গে মানানসই নয়। এ ছাড়া তা বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনার ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে।

গত সপ্তাহে পশ্চিমা নিষেধাজ্ঞার আওতায় থাকা ৬৯টি জাহাজ বাংলাদেশের বন্দরে ভিড়তে দেওয়া হয়নি বলে তাসের কাছে নিশ্চিত করেছে বাংলাদেশের রুশ দূতাবাস। পরবর্তীতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, যুক্তরাষ্ট্রের মাধ্যমিক নিষেধাজ্ঞার হুমকির মুখে বাংলাদেশ এমন সিদ্ধান্ত নিয়েছে।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি