ঢাকা, শুক্রবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

মহম্মদ সিরাজের প্রেমে হাবুডুবু খাচ্ছেন আশা ভোঁসলের নাতনি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৭, ২৬ জানুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

সম্প্রতি আশা ভোঁসলের নাতনি জনাই ভোঁসলে ২৩ বছরে পা দিলেন। আর সেই উপলক্ষে একটি পার্টির আয়োজন করা হয়েছিল। সেখানেই বলিউডের তারকাদের সঙ্গে দেখা মিলল বেশ কিছু ক্রিকেটারের। আর সেই পার্টির একাধিক মুহূর্তের ছবি এদিন ভাইরাল হয়েছে। কিন্তু এর মধ্যে একটি ছবিতে বিশেষভাবে নজর নেটপাড়ার। শুধু তাই নয়, সেই ছবি নিয়ে রীতিমত শুরু হয়েছে জল্পনা ও চর্চা।

জনাই নিজেই এদিন ইনস্টাগ্রামে তাঁর জন্মদিনের পার্টির একাধিক ছবি পোস্ট করেন। সেখানে একটি ছবিতে দেখা যাচ্ছে তিনি এবং ভারতীয় ক্রিকেটার মহম্মদ সিরাজ ঘনিষ্ট হয়ে পাশাপাশি বসে আছেন। শুধু নাই নয়, তাঁদের হাসিমুখে গভীর কিছু নিয়ে আলোচনাও করতে দেখা যাচ্ছে। 

ছবিতে সিরাজকে মুগ্ধ চোখে জনাইকে দেখতে দেখা যাচ্ছে। আর তাঁদের এই ছবি নিয়েই শুরু হয়েছে জল্পনা। অনেকেই সন্দেহ করছেন যে তাঁরা দুজন হয়তো প্রেম করছেন।

জন্মদিনের দিন ঠাকুমা আশা ভোঁসলে, জ্যাকি শ্রফ এঁদের উপস্থিতিতে কেক কাটেন তিনি। জনাই এদিন একটি কালো ড্রেস পরেছিলেন। সিরাজকেও অল ব্ল্যাক লুকে দেখা যায়।

ওই ছবি দেখে এক ব্যক্তি লেখেন, 'আপনি কি সিরাজ ভাইজানকে বিয়ে করছেন?' কেউ আবার লেখেন, 'ভাবিজি আপনি খালি গুজরাট টাইটানসকে কেন ফলো করেছেন?' তৃতীয় ব্যক্তি লেখেন, 'এতদিন সন্দেহ ছিল। এবার সেটা সত্যি হল।'

জনাই কিন্তু ঠাকুমার দেখানো পথে হাঁটেননি,  শীঘ্রই যুক্ত হতে চলেছেন বলিউডে। বি টাউনে তাঁর অভিষেক হবে শীঘ্রই। ছত্রপতি শিবাজি মহারাজ ছবির মাধ্যমে তিনি পা রাখতে যাচ্ছেন বিনোদন জগতে।

সূত্র: হিন্দুস্থান টাইমস

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি