ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মহাকাশে গিয়ে উচ্চতা বাড়লো জাপানি নভোচারীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০২, ১০ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৯:০১, ১৮ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে তিন সপ্তাহ থাকার পর উচ্চতা বেড়ে গেছে এক নভোচারীর। এমনটাই দাবি করেছেন নরিশিগে কানাই নামে এক জাপানি নভোচারী।

কানাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, মহাকাশে গিয়ে তার উচ্চতা ৯ সেন্টিমিটার (৩.৫ ইঞ্চি) বেড়ে গেছে। তিনি এখন ভয় পাচ্ছেন জুনে ভূপৃষ্ঠে ফেরার সময় রাশিয়ার সয়্যূজ নভোযানে তিনি আঁটবেন কিনা?

মহাকাশে যাওয়ার পর নভোচারীদের উচ্চতা গড়ে দুই থেকে পাঁচ সেমি বেড়ে যায়। মহাকাশে মাধ্যাকর্ষণ শক্তির অভাবে মানুষের মেরুদণ্ডের হাড় প্রসারিত হওয়ায় এই উচ্চতা বাড়ে। তবে পৃথিবীতে ফেরার পর সেই বাড়তি উচ্চতা কমে নভোচারী স্বাভাবিক উচ্চতায় ফিরে আসেন।

জাপানি ওই নভোচারীর উচ্চতা স্বাভাবিকের তুলনায় বেড়ে যাওয়া নিয়ে ব্রিটেনের একজন মহাকাশ বিজ্ঞানী লিবি জ্যাকসন বলেছেন, ৯ সেমি বেশ বেশি, কিন্তু এটা সম্ভব। কারণ একেক মানুষের শরীরের গঠন একক রকম।

নরিশিগে কানাই প্রথম কোনো জাপানি যিনি আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে গেলেন।

সূত্র: বিবিসি

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি