ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

মহাজোটের টিকিট পেলেন যারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৫, ৭ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৭:৩৬, ৭ ডিসেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগ মহাজোটের শরিকদের সঙ্গে আসন বন্টন সম্পন্ন করেছে। দলটি শরিকদের ৫৬টি আসন ছাড় দিয়েছে। তবে কয়েকদিনের মধ্যে আরও কয়েকটি আসন ছাড় দেওয়া হতে পারে বলে জানা গেছে।    

শুক্রবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, মহাজোটের শরিকদের মধ্যে জাতীয় পার্টিকে ৪০টি আসন দেওয়া হয়েছে। এছাড়া ওয়ার্কার্স পার্টিকে ৫টি, বিকল্পধারা ৩টি, জাসদ (ইনু) ৩ টি, জাসদ (আম্বিয়া) ১ টি, তরিকত ফেডারেশন ২ টি, জাতীয় পার্টিকে (জেপি) ২টি আসন দেয়া হয়েছে।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ৫ জনকে ৫টি আসন দিয়েছে আওয়ামী লীগ। তারা হলেন- রাশেদ খান মেনন (ঢাকা-৮), ফজলে হোসেন বাদশা (রাজশাহী-২), মোস্তফা লুৎফুল্লাহ (সাতক্ষীরা-১), ইয়াসিন আলী (ঠাকুরগাঁও-৩) এবং বরিশাল-৩ আসন থেকে শেখ টিপু সুলতান।

মহাজোট এবার জাসদকে (ইনু) দিয়েছে ৩টি আসন। এ আসনগুলো হলো- কুষ্টিয়া-২ : হাসানুল হক ইনু, ফেনী-১ : শিরীন আখতার ও বগুড়া-৪: এ কে এম রেজাউল করিম তানসেন।

এ ছাড়া বাংলাদেশ জাসদের মইনউদ্দিন খান বাদল চট্টগ্রাম-৮ আসন থেকে লড়বেন নৌকা প্রতীক নিয়ে।

শরিক দল তরিকত ফেডারেশনকে দু’টি আসন দিয়েছে জোটের বড় দল আওয়ামী লীগ। এগুলো হলো- চট্টগ্রাম-২: নজিবুল বশর মাইজভাণ্ডারী ও লক্ষ্মীপুর-১ : আনোয়ার হোসেন খান

জাতীয় পার্টি (জেপি) পাচ্ছে দু’টি আসন। পিরোজপুর-২ আসনে নৌকা প্রতীকে লড়বেন আনোয়ার হোসেন মঞ্জু ও কুড়িগ্রাম-৪ আসনে নৌকার প্রার্থী হিসেবে থাকবেন রুহুল আমিন।

বিকল্প ধারার মাহী বি চৌধুরীকে দেয়া হয়েছে মুন্সীগঞ্জ-১ আসনটি। মহাজোটের হয়ে নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নিতে পারবেন তিনি। এ ছাড়া লক্ষ্মীপুর-৪ আসনে মেজর (অব.) আব্দুল মান্নান ও মৌলভীবাজার-২ আসনে এম এম শাহীনকে নৌকা প্রতীক দিয়েছে আওয়ামী লীগ।

তবে মহাজোটের এই শরিকরা চাইলে তাদের নিজ নিজ প্রতীকেও নির্বাচন করতে পারবেন বলে জানিয়েছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, নৌকা প্রতীক ছাড়াও তারা অন্য কেউ নির্বাচন করতে চাইলে নিজ দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবেন।

এসি
  


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি