মহাজোটের শরিকরা কে কয়টি আসন পাচ্ছে?
প্রকাশিত : ১৩:১১, ৭ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৩:৩৪, ৭ ডিসেম্বর ২০১৮
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের শরিকদের মধ্যে আসন বণ্টন সম্পন্ন হয়েছে। কে কতটি আসন পাচ্ছে সেই চিঠি তাদেরকে দেওয়া হচ্ছে। শরিকদের মধ্যে যারা নৌকা প্রতীকে ভোট করবেন তাদের চিঠি দিয়ে নিশ্চিত করা হচ্ছে।
শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হাত থেকে চিঠি সংগ্রহ করছেন জোটের প্রার্থীরা।
আওয়ামী লীগ নিজেদের জন্য ২৪০টি আসন রেখেছে। বাকি ৬০টি আসনের মধ্যে জাতীয় পার্টিকে দেওয়া হয়েছে সর্বাধিক আসনে মনোনয়ন। তাদেরকে ৪০ থেকে ৪২টি আসন দিচ্ছে। এছাড়া ওয়ার্কার্স পার্টিকে ৫ টি, জাসদ (ইনু) ৩ টি, জাসদ (আম্বিয়া) ১ টি, তরিকত ফেডারেশন ২ টি, জাতীয় পার্টিকে (জেপি) ২টি আসন দেওয়া হয়েছে।
এর বাইরে মহাজোটের শরিক যুক্তফ্রন্টকে ৩টি আসন দেওয়া হয়েছে। বাকি যে ২-৪টি আসন এখনও অমীমাংসিত আছে, আজ শুক্রবার রাতেই এর সমাধান হয়ে যাবে।
একে//
আরও পড়ুন