ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

মহাত্মা গান্ধীর হত্যাকারীদের নিয়ে মুখ খুললেন স্বরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৭, ২ সেপ্টেম্বর ২০১৮

ফের একবার মুখ খুললেন অভিনেত্রী স্বরা ভাস্কর৷ তবে এবার প্রসঙ্গ একেবারেই পৃথক৷ এক সাংবাদিক বৈঠক করে তিনি মহাত্মা গান্ধীর হত্যা নিয়ে কেন্দ্রকে নিশানা করে বক্তব্য পেশ করলেন৷

শনিবার তিনি জানান, মহাত্মা গান্ধীর মতো মহান ব্যক্তির হত্যা হয়েছে ভারতে৷ তখন অনেকেই সেলিব্রেশনে মেতে উঠেছিল৷ আর তারাই আজকে ক্ষমতায়৷ তাদেরকে কি জেলে ভরে দেওয়া উচিত? দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে স্বরা এমনই মন্তব্য করেন৷

স্বরার বিরুদ্ধে দেশের প্রায় অধিকাংশ মানুষই নানা কথা বলে৷ তবুও তিনি প্রত্যেক রাজনৈতিক ঘটনায় নিজের মন্তব্য সবার সামনে রাখেন৷ তার জন্য অভিনেত্রী যে কোনও বাধা পেরোতে রাজি তিনি৷ অন্যান্য সেলেব্রিটিরা যেখানে শাসকদলের বিরুদ্ধে আওয়াজ তুলতে সাহস পায় না৷ সেখানে দাঁড়িয়ে নানা ঘটনার বিরুদ্ধে রুখে দাঁড়ান স্বরা৷

কিছুদিন আগেই কবি এবং সমাজকর্মী ভারাভারা রাওকে গ্রেফতারের ঘটনাতেও ক্ষোব উগরে দেন স্বরা৷ নিজের ট্যুইটার হ্যান্ডেলে একটি অ্যানিমেটেড ছবি পোস্ট করেন স্বরা৷ ছবিতে দুটি মানুষ আঁকা ছিল৷ একজনের গায়ে লেখা ছিল ‘লিঞ্চিং কনভিক্ট’ অর্থাৎ গণপিটুনিতে অপরাধী৷ পাশের মানুষটির গায়ে লেখা ‘অ্যাক্টিভিস্ট’ অর্থাৎ সমাজকর্মী ৷ তবে এটা ছবির ইউএসপি নয়৷ কনভিক্টের নীচে লেখা বেল এবং অ্যাক্টিভিস্টের নীচে লেখা জেল৷ স্বরার কথায়, নতুন ভারতে স্বাগত৷ যেখানে অপরাধীরা বেল পেয়ে যায় এবং সমাজকর্মীরা জেলে যান কিছু না করেও৷

সূত্র: কলকাতা ২৪x৭

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি