ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মহাসপ্তমীর রাতে মুখর পুজাপন্ডপগুলো (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৪, ১৭ অক্টোবর ২০১৮ | আপডেট: ১১:৩৯, ১৭ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীর রাতেও মুখর ছিলো রাজধানীর পুজাপন্ডপগুলো। তবে নিরাপত্তা নিয়ে শংকা-উদ্বেগ ছিলো না কারো মাঝে। রমনা কালী মন্দিরের সভাপতি জানান, অন্যান্য বারের তুলনায় বেশ উৎসবমুখর পরিবেশে ধর্মীয় আচার পালন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। আর আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব রকম ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ষষ্ঠী তিথিতে দুগর্তিনাশিনী দেবীর অর্চনায় শুরু হয় সার্বজনীন শারদীয় দুর্গাপূজা। আদ্যশক্তি মহামায়ার মহারূপ দর্শনে মহাসপ্তমীর মধ্যরাতেও রাজধানীর রমনা কালীমন্দিরে ভক্তদের ভীড়।

দশভূজা সিংহবাহনা দেবীর প্রতিমা নান্দনিক রূপে স্থাপন করা হয় এখানের পুকুরটিতেও। বাহারি আলোকসজ্জা পুরো এলাকা জুড়ে।

নিঃশংকচিত্তে ধর্মীয় আচার পালন করতে পেরে খুশি সনাতন ধর্মাবলম্বীরা।

রমনা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, এবার নিরাপত্তা ব্যবস্থা অন্যবারের চেয়ে বেশি।

ভক্তদের ভীড় ছিলো ঢাকেশ্বরী মন্দির, কলাবাগান মাঠসহ রাজধানীর বিভিন্ন পূজা মন্ডপে।

শারদীয় দুর্গোৎসবে আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবরকম প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মহিষাসুর বিনাশী এই দেবী সকল দুঃখ কষ্ট দূর করবেন- এমন বিশ্বাস সনাতন ধর্মাবলম্বীদের।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি