ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

মহিউদ্দীন চৌধুরীর অভিযোগ প্রত্যাখ্যান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৩, ১৩ এপ্রিল ২০১৭ | আপডেট: ১৮:৫৭, ১৩ এপ্রিল ২০১৭

চট্টগ্রাম সিটি করপোরেশনের বিরুদ্ধে সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দীন চৌধুরীর আনা অনিয়মের অভিযোগ প্রত্যাখ্যান করেছে ওয়ার্ড কাউন্সিলররা।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে মহিউদ্দীন চৌধুরীর আনা অভিযোগকে ভিত্তিহীন আখ্যায়িত করেন তারা। লিখিত বক্তব্য পাঠ করেন প্যানেল মেয়র চৌধুরী হাসান মোহাম্মদ হাসনি। বক্তব্যে তিনি এবিএম মহিউদ্দিন চৌধুরীর ১৭ বছরের মেয়র হিসেবে দায়িত্ব পালনের সময় সিটি কর্পোরেশনে স্বজনপ্রীতির মাধ্যমে লোক নিয়োগসহ নানা অনিয়মের অভিযোগ আনেন। সংবাদ সম্মেলনে প্যানেল মেয়র ও ওয়ার্ড কাউন্সিলররা উপস্থিত ছিলেন।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি