ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

মাইকে ঘোষণা দিয়ে রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশের হুমকি বিজেপির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২১, ১৯ মে ২০১৮ | আপডেট: ১৭:৩০, ১৯ মে ২০১৮

মিয়ানমারের নো ম্যান ল্যান্ডে অবস্থানকারী রোহিঙ্গা শরণার্থীদের দ্রুত এলাকা ছাড়তে হুমকি দিয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিজেপি)। বান্দরবানের সীমান্তঘেঁষা মিয়ানমারের টমব্রো সীমান্তে অবস্থানকারী রোহিঙ্গাদের লক্ষ্য করে এ হুমকি দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তাদেরকে ওই এলাকা ছেড়ে দ্রুত বাংলাদেশ প্রবেশের কথা বলা হচ্ছে।

মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী (বিজেপি) লাউডস্পিকারের মাধ্যমে নো ম্যান ল্যান্ডে অবস্থানকারী রোহিঙ্গাদের দ্রুত এলাকা থেকে সরে যাওয়ার ক্রমাগত হুমকি প্রদান করছে। রোহিঙ্গাদের এক কম্যিউনিটি নেতার বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, সকাল থেকেই মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী রোহিঙ্গাদের নো ম্যান ল্যান্ড ছেড়ে বাংলাদেশে চলে আসার নির্দেশ দিয়ে যাচ্ছে।

সকাল ৮টায় দেওয়া লাউডস্পিকারে বিজেপি জানায়, নো ম্যান ল্যান্ডে অবস্থানকারীরা অবৈধভাবে সেখানে বাস করছে। তাই তাদেরকে দ্রুত এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হচ্ছে। এদিকে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর ডেপুটি কমান্ডার মেজর ইকবাল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। টমব্রো সীমান্তবর্তী বাংলাদেশের একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহির আহমেদ জানান, তিনিও মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর এ হুমকির কথা লাউডস্পিকারে শুনেছেন।

মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী মনে করে, নো ম্যান ল্যান্ডে অবস্থানকারী রোহিঙ্গারা বাংলাদেশের নাগরিক, যা আন্তর্জাতিকভাবেও সমালোচিত ও অগ্রাহ্য হয়েছে। উল্লেখ্য, গত বছরের আগস্টে মিয়ানমারে রোহিঙ্গা নিধন অভিযান শুরু হলে দেশটি থেকে অন্তত ৭ লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। জানা গেছে, আগস্টে রোহিঙ্গা নিধন শুরু হলে নো ম্যান ল্যান্ডে অন্তত ৬ হাজার রোহিঙ্গা সেখানে আশ্রয় নেয়।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি