ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মাইলফলকের সামনে সাকিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৫, ১ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ওয়ানডেতে ৩শ’ উইকেট শিকারী ক্লাবের দ্বারপ্রান্তে সাকিব আল হাসান। আর মাত্র ৬টি উইকেট শিকার করলে ৩শ’ উইকেটের মালিক হবেন এই অলরাউন্ডার।

এমন মাইলফলকের সামনে দাঁড়িয়ে আজ থেকে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলতে নামবেন সাকিব।

এখন পর্যন্ত ওয়ানডেতে ২২৪ ম্যাচে ২৯৪ উইকেট শিকার করেছেন সাকিব। যা বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ। 

সাকিবের পর দ্বিতীয় ও তৃতীয়স্থানে আছে যথাক্রমে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও সাবেক স্পিনার আব্দুর রাজ্জাক। মাশরাফি ২১৮ ম্যাচে ২৬৯ ও রাজ্জাক ১৫৩ ম্যাচে ২০৭ উইকেট নিয়েছেন।

চতুর্থ স্থানে আছে পেসার মুস্তাফিজুর রহমান। ৮২ ম্যাচে ১৪১ উইকেট নিয়েছেন ফিজ।

মিরপুরে বাংলাদেশ সময় বুধবার দুপুর ১২টায় সিরিজের প্রথম ওয়ানডেতে নামবে বাংলাদেশ ও ইংল্যান্ড। সিরিজে এগিয়ে থাকতে ভালো শুরুর লক্ষ্য বাংলাদেশের।

এই সিরিজ দিয়ে প্রধান কোচ হিসেবে বাংলাদেশের হয়ে দ্বিতীয় ইনিংস শুরু করবেন চন্ডিকা হাথুরুসিংহে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি