ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মাগুরায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে, ডাকাতিসহ ৭ মামলার আসামি নিহত

প্রকাশিত : ১৫:৩৪, ১৭ মার্চ ২০১৬ | আপডেট: ১৫:৩৪, ১৭ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

maguraমাগুরার শালিখা উপজেলার রামকান্তপুর এলাকায়, পুলিশের সাথে বন্দুকযুদ্ধে, ডাকাতিসহ ৭ মামলার আসামি ওবায়দুর শিকাদার নিহত হয়েছে। আহত হয়েছে পুলিশসহ ৫ জন। পুলিশ জানায়, গেলো রাত ২ টার দিকে মাগুরা-যশোর মহাসড়কের রামকান্তপুর এলাকায় ডাকাতির চেষ্টা করে এক দল ডাকাত। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয় ডাকাত ওবায়দুর। পরে স্থানীয়দের সহায়তায় মাগুরার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ওবায়দুর একই উপজেলার হাটবাড়িয়া গ্রামের বাসিন্দা। পাল্টাপাল্টি গুলিতে পুলিশের এসআই নাছিরসহ ৫ সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও ৩ রাউন্ড গুলি জব্দ করে পুলিশ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি