ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মাটি থেকে বের হল ঊর্ধ্বমুখী বজ্রের ঝলকানি!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৭, ২ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

দীর্ঘ দিনের কোনও স্বাভাবিক নিয়ম যখন হঠাৎ করেই পুরো উল্টোভাবে ঘটে, তখন অবাক না হওয়া মানুষ খুঁজে পাওয়া যাবে না। সম্প্রতি তেমনই একটি ভিন্ন ঘটনার দেখা মিলল সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে।

ভিডিওতে দেখা যায়, সবসময় আমরা যে বজ্রপাত আকাশ থেকে নিচের দিকে আসতে দেখি, সেই বজ্রপাত নিচের দিকে না এসে মাটি থেকে আকাশের দিকে ঊর্ধ্বমুখী হয়ে ছুটে যাচ্ছে।

এমন অদ্ভুত দৃশ্য দেখে তাজ্জব নেটিজেনরা। স্বাভাবিক ভাবেই ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় নেটমাধ্যমে।

জানা গিয়েছে, ভিডিওটি আমেরিকার কানসাস প্রদেশের। টেলর উওনফোল্ড নামের এক ব্যক্তি ভিডিওটি তুলে তার টুইটার হ্যান্ডলে শেয়ার করেন।

শেয়ার করে তিনি লেখেন, “এই মাত্র আমি আমার ক্যামেরায় ধরতে পেরেছি এক পাগলামি ভরা বজ্রপাতকে।”

এমন অভিনব দৃশ্য দেখে নেটিজেনদের একজন মন্তব্য করেন, “আমি ছোটবেলায় একবার এমন বজ্রপাত দেখেছিলাম। কিন্তু তখন কেউ আমার কথায় বিশ্বাস করেনি।”

ভিডিওটি ভাইরাল হবার পর থেকেই প্রশ্ন উঠছে, কেন এমন ঘটে? এর উত্তরও দিয়েছেন এক আবহাওয়া বিজ্ঞানী। 

‘নিউ ইয়র্ক পোস্ট’-কে তিনি জানিয়েছেন, যদি কোনও আকাশছোঁয়া ইমারত কিংবা রেডিও টাওয়ারের উপর দিয়ে কোনও শক্তিশালী বিদ্যুৎক্ষেত্র তৈরি হয় তাহলে এই ধরনের দৃশ্যের জন্ম হয়।

সূত্রঃ সংবাদ প্রতিদিন
আরএমএ/এমএম/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি