ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মাঠকর্মীদের তৎপর হওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৮, ২ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

মাঠকর্মীদের স্বাস্থ্যকেন্দ্রে বসে থাকলে হবে না। বাড়ি বাড়ি গিয়ে পরিবার পরিকল্পনা সম্পর্কে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নিতে হবে। সোমবার সচিবালয়ে পরিবার পরিকল্পনা কার্যক্রম সংক্রান্ত এক সভায় সভাপতিত্বকালে স্বস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাছিম এসব কথা বলেন।

মাঠকর্মীদের কাজ তদারকি করার জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দিয়ে তিনি বলেন, বাড়ি বাড়ি গিয়ে মাঠকর্মীরা কাজ করছে কিনা তা তদারকি করা কর্মকর্তাদের দায়িত্ব। এই দায়িত্বে অবহেলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

এ সময় তিনি পরিবার পরিকল্পনা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্টদের নির্দিষ্ট পোশাক পরিধান করার জন্যও নির্দেশ দেন।

পরিবার পরিকল্পনা কর্মসূচির সাফল্য বর্ণনা করতে দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ৯ বছরে পরিবার পরিকল্পনা কর্মসূচির ক্ষেত্রে দেশে অনেক সাফল্য অর্জিত হয়েছে। বিশেষ করে মা ও শিশু স্বাস্থ্যের উন্নয়নের অর্জন বিশ্বব্যাপী দৃষ্টান্ত হিসেবে স্বীকৃত হয়েছে। এই সাফল্য ধরে রেখে দক্ষ মানবসম্পদ সৃষ্টির লক্ষ্যে সবাইকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ সচিব জি. এম. সালেহ উদ্দিন, পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক ডা. কাজী মোস্তফা সারোয়ারসহ মন্ত্রণালয় ও অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এমএইচ/ এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি