ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মাঠে বসেই ব্রাজিলের জয় দেখলেন তামিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০২, ২৫ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

মাঠে বসেই ২২তম ফিফা  বিশ্বকাপের পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের শুভ সূচনা দেখলেন বাংলাদেশ  ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

লুসাইল স্টেডিয়ামে এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নামে ব্রাজিল। গ্রুপ—জি’র ম্যাচে ব্রাজিল ২—০ গোলে হারিয়েছে সার্বিয়াকে। এসময় গ্যালারিতে উপস্থিত ছিলেন তামিম। প্রিয় দল ব্রাজিলের জয়ে আনন্দ—উল্লাসে মাতেন তামিম।

বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচ দেখতে বুধবার কাতারের উদ্দেশ্যে দেশ ছাড়েন তামিম।

আগামী ২৬ নভেম্বর বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ দেখার কথা রয়েছে বাংলাদেশ টেস্ট ও টি—টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের। এ দিন বাংলাদেশ সময় রাত ১টায় মেক্সিকোর মুখোমুখি হবে আর্জেন্টিনা। নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে ২—১ গোলে হারের লজ্জা পায় মেসির দল।

সূত্র: বাসস

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি