ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মাঠ গুছিয়েই নির্বাচনে অংশ নেবো: কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৩, ১১ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

আগামী নির্বাচনের আগেই দলকে সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, দলে ছোটখাটো সমস্যা থাকতেই পারে। তবে মাঠ গুছিয়েই আগামী নির্বাচনে অংশ নেবে আওয়ামী লীগ।
বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, দলের ভেতরে ছোটখাটো সমস্যা থাকতেই পারে। সেকারণে কোথাও কোথাও সম্মেলন হয়নি। তবে দলকে আধুনিক এবং মাঠ সুসংগঠিত করে শেখ হাসিনার নেতৃত্বেই আগামী নির্বাচনে অংশ নেবো।
এ সময় তিনি আট বিভাগে দায়িত্ব পাওয়া নেতাদের দলের ত্রুটি, বিচ্যুতি ও দুর্বলতা বিবেচনা করে কাজ করার আহ্বান জানান।
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি