ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মাতৃমৃত্যুর হার এখনো উদ্বেগজনক (ভিডিও)

প্রকাশিত : ১০:৪৮, ২৮ মে ২০১৯ | আপডেট: ১১:১১, ২৮ মে ২০১৯

Ekushey Television Ltd.

মাতৃত্ব নারী জীবনে এনে দেয় পূর্ণতা। তাই নারী মাত্রই পেতে চায় মাতৃত্বের স্বাদ। তবে, মা হওয়ার প্রতিটি ধাপে নারীকে মোকাবেলা করতে হয় নানা চ্যালেঞ্জ। গর্ভাবস্থা, সন্তান প্রসব এবং প্রসব পরবর্তী সময়েও থাকে স্বাস্থ্যঝুঁকি। তাই গর্ভকালীন সময়কে ৩ ভাগে ভাগ করেছেন বিশেষজ্ঞরা। টিটি টিকা দেয়া, ওজন মাপা, শারীরিক কোন অসুবিধা আছে কিনা, সেব্যাপারে নিয়মিত পরীক্ষা করাও জরুরি।

এদিকে দেশে মাতৃমৃত্যুহার কমেছে ঠিকই তবে তা এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রাজধানীসহ দেশের হাসপাতালগুলোর লেবার রুমের চিত্রও সন্তোষজনক নয় বলে মনে করছেন তারা। নিরাপদ মাতৃত্ব দিবসে মাতৃমৃত্যু রোধে শিক্ষার হার বৃদ্ধি ও হাসপাতালের গুনগত মান উন্নত করার তাগিদ দিলেন বিশেষজ্ঞরা।

শহরের তুলনায় গ্রামের প্রসূতিকে এখনো জটিল পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়। সেক্ষেত্রে সরকারের প্রচার আরও সুনির্দিষ্ট করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। 

হাসপাতালগুলোকে গুনগত মানের দিকেও বিশেষ গুরুত্ব দেয়ার আহ্বান জানান তিনি। জরুরী অবস্থায় হাসপাতালে রোগীকে গ্রহণের পর দ্রুত চিকিসা দেয়া এবং হাসপাতালে জরুরী ওষুধ রাখার পরামর্শ দেন তিনি।

বেসরকারি ক্লিনিকগুলোতে ৭০ থেকে ৮০ শতাংশ শিশু সিজারের মাধ্যমে জন্ম হচ্ছে। যাকে  উদ্বেগজনকই বলছেন চিকিৎসকরা।

তবে, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে পর্যাপ্ত চিকিৎসক ও নার্স নিয়োগসহ সরকারের নানামুখী উদ্যোগের পরামর্শ দেন এই বিশেষজ্ঞ।

বিস্তারিতে দেখুন ভিডিওতে :

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি